বিশেষ প্রতিবেদক : নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
ঢাকা মহানগরীর কাওরান বাজার, ধানমন্ডি, মোহাম্মদপুর ও ডেমরা এলাকায় অধিদপ্তরের ৪টি টিম কর্তৃক অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডেমরা থানাধীন মিরপাড়া এলাকার হাসান ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানকে ইন্ডিয়ান Prity, Wonder নামের ব্র্যান্ডের নকল ইলেক্ট্রিক সুইচ, প্লাগ, সকেট তৈরির অপরাধে ১,০০,০০০/-, সারুলিয়া বাজার এলাকায় অবস্থিত মায়ের দোয়া ফুড প্রোডাক্টসকে অনুমোদন ব্যতিরেকে এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস তৈরির অপরাধে ৫০,০০০/-, এবং ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকার ৫টি ফার্মেসীকে ৯০,০০০/- টাকাসহ ৭টি প্রতিষ্ঠানকে ২,৪০,০০০/- জরিমানা করা হয়।
পাশাপাশি চিনি, ভোজ্যতেল, চালসহ নিত্যপণ্যের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্যতালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় সরকার নির্ধারিত মূল্যে চিনি ও ভোজ্যতেল বিক্রয়ের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৪৪টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১১টি প্রতিষ্ঠানকে ৭,৫৬,৭০০/- (সাত লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত) টাকা জরিমানা করা হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, দেশের সকল পর্যায়ের ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অধিদপ্তর সদা তৎপর রয়েছে। পণ্য ও সেবা ক্রয়ে ভোক্তাদের আরও বেশী সচেতন হওয়ার আহবান জানান তিনি।