গাজীপুরে শব্দ দুষণের দায়ে জরিমানা

অপরাধ

গাজীপুর প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর জেলা প্রশাসন, গাজীপুর ও পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুর জেলার সদর উপজেলার জোড়পুকুর এলাকায় যানবাহনে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ণ ব্যবহারের অভিযোগে ৮ (আট) টি গাড়ির প্রতিটি কে ৫০০ টাকা করে সর্বমোট ৪,০০০/-(চার হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় ও বেশ কয়েকটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।


বিজ্ঞাপন

জেলা প্রশাসন, গাজীপুর এর গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম অভিযানে নেতৃত্ব প্রদান করেন।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর এর রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক জনাব সঞ্জিত বিশ্বাস, ক্যাশিয়ার সুজন মিয়া।

আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর আনসার ব্যাটালিয়ন গাজীপুর এর সদস্যগণ।