দুদক এনফোর্সমেন্ট টিমের অভিযানে বেরিয়ে এসেছে নানাবিধ চাঞ্চল্যকর তথ্য

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৮টি অভিযোগের বিষয়ে (৩টি অভিযান, ৫ দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ওয়ান টাইম ডায়ালাইজার বারবার ব্যাবহার, চিকিৎসায় অবহেলার দরুন রোগীরা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়া, বিনামূল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কে ইউটিলিটি ব্যাবহার করতে দেওয়াসহ নানাবিধ অভিযোগ


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক : ওয়ানটাইম ডায়ালাইজার ওয়াশ করে বারবার ব্যবহার, চিকিৎসায় অবহেলার দরুন রোগীরা হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হওয়া এবং বিনামূল্যে ঠিকাদারী প্রতিষ্ঠানকে সরকারি ইউটিলিটি ব্যবহার করতে দেয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি হাসপাতাল (নিকডু)-তে অভিযান পরিচালনা করেছে দুদক।


বিজ্ঞাপন

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে সোমবার ২৭ সেপ্টেম্বর , এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযানকালে দুদক টিম হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরেজমিনে হাসপাতালের বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করে।

এ সময় কর্তৃপক্ষ জানায়, কার্যাদেশ অনুযায়ী ডায়ালাইজার ৮০ শতাংশ ভালো থাকা পর্যন্ত ব্যবহার করা যাবে।

এছাড়া, নিকটাত্মীয়দের নিকট হতে রক্ত সংগ্রহ করতে বললেও অনেক ক্ষেত্রে রোগীরা বাইরে থেকে রক্ত ক্রয় করে চিকিৎসার জন্য ব্যবহার করার ফলে তারা হেপাটাইটিস বি-তে আক্রান্ত হচ্ছে মর্মে কর্তৃপক্ষ দাবি করে।

এক্ষেত্রে দুদক টিম ডায়ালাইজার একবারের বেশি ব্যবহার না করা এবং হাসপাতালের রোগীদের সেবা প্রদানে নজরদারি আরো কঠোর করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করে।

অভিযানকালে সংগৃহীত ঠিকাদার কোম্পানি স্যান্ডর এর সাথে নিকডু’র কার্যাদেশের নথিপত্র বিশ্লেষণপূর্বক কমিশনে রিপোর্ট দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ, কলাপাড়া, পটুয়াখালী এর অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট হতে ফরম পূরণের অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দুদক সজেকা পটুয়াখালী থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়।

এ সময় কলেজ কর্তৃপক্ষ দাবি করে শিক্ষার্থীদের ফরম পূরণের সকল অর্থের লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়।

আত্মসাতের অভিযোগ সত্যতা নিরূপণের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।

রেকর্ড-তথ্য পর্যালোচনা করে টিম কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করবে।

৪নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর চেয়ারম্যানের বিরুদ্ধে ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের জন্য বরাদ্দকৃত অর্থ জাল স্বাক্ষর সৃজনপূর্বক উত্তোলন করে আত্মসাতের অভিযোগে দুদকে ময়মনসিংহ থেকে আরেকটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এনফোর্সমেন্ট টিম সরেজমিনে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করে এবং প্রকল্প সংশ্লিষ্ট শ্রমিকদের সাথে কথা বলে।

শ্রমিকরা জানায় তাদের সাথে আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়েছে।

তবে আর্থিক লেনদেনে কোন অনিয়ম হয়েছে কি-না তা খতিয়ে দেখতে দুদক টিম প্রকল্প সংশ্লিষ্ট এবং আর্থিক নথিপত্র সংগ্রহ করে।

নথিপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৫ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।