মাদারীপুরে খাদ্যের নিরাপদতা শীর্ষক স্কুল সেমিনার অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মাদারীপুর জেলায় মুজিববর্ষের কর্মসূচী হিসেবে কোভিড ১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মাদারীপুর এর আয়োজনে মঙ্গলবার ৫ অক্টোবর “ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়”- এ স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্যের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ” খাদ্যের নিরাপদতা শীর্ষক স্কুল সেমিনার” অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন মাদারীপুর জেলার জেলা প্রসাশক ড. রহিমা খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, মাদারীপুর আরো উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক বিঞ্চুপদ মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, মাদারীউর।

সেমিনারের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদারীপুর জেলার নিরাপদ খাদ্য অফিসার আব্দুর রহমান।

সেমিনারের সভাপতিত্ব করেন ইসলামিয়া ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কি, খাদ্য কিভাবে অনিরাপদ হয়, সুস্থ থাকার জন্য পালনীয় খাদ্যাভ্যাস, খাবার রান্নার সঠিক তাপমাত্রা, খাবার সঠিকভাবে সংরক্ষনের পদ্ধতি, হাত ধোয়ার গুরুত্ব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্য-কাজ ও অন্যান্য শিক্ষামূলক তথ্য শিক্ষার্থীদের দেয়া হয়।

স্বাস্থ্যবিধান সুরক্ষায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়।

জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসেবামূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।