রংপুরবাসীকে দেওয়া কথা রেখেছেন প্রধানমন্ত্রী

জাতীয়

নিজস্ব প্রতিনিধি : ২০০৮ সালে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, আমি রংপুরের পুত্রবধূ। কাজেই রংপুর আমার নিজের জেলা।


বিজ্ঞাপন

রংপুরের উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম। রংপুরের উন্নয়নের জন্য আমার কাছে কোন দাবি বা সুপারিশ করার প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, মঙ্গাপীড়িত এলাকা হিসেবে রংপুরের একটা পরিচিতি ছিল। আমরা মঙ্গাকে পুরোপুরি বিদায় দেব। আগামীতে ‘মঙ্গা’ শব্দটিই মানুষ ভুলে যাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা রেখেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রংপুর এখন উন্নয়নের মহাসড়কে ছুটে চলছে।

রংপুরের যোগাযোগ, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, কৃষি সর্বক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। মঙ্গা শব্দটিও ভুলে গেছে এ এলাকার মানুষ।

রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে, বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণ করেছে বর্তমান সরকার। রংপুরে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের প্রক্রিয়া চলছে।