নিজস্ব প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন আরামবাগ, হোল্ডিং নং-১২৩, আনোয়ার চৌধুরীর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী, স্বপ্না বেগম(৩৮), পিতা-ফজর আলী শেখ, স্বামী-সাইদুজ্জামান পলাশ, সাং-উত্তর মোড়েলগঞ্জ, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-হোল্ডিং নং-১২৩, আরামবাগ, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা এবং মোঃ তাজুল ইসলাম@তাজ(৩৩), পিতা-মৃত: শেখ আকবর আলী, সাং-৪৯/৪, ইসলামিয়া কলেজ রোড, মনিন্দ্র রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে, ছোট বয়রা, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনাদের’কে ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা বাজারের বটতলা মোড়স্থ “মায়ের দোয়া টেলিকম” নামক বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ ইলিয়াস আকুঞ্জি(৫৬), পিতা-শফি আকুঞ্জি, মাতা-সখিনা বেগম, সাং-শাহাপুর, আকুঞ্জিপাড়া, ইউপি-রঘুনাথপুর, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা’কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও, খুলনা মহানগর ডিবি পুলিশের অন্য একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন আপার যশোর রোডস্থ বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড (শিল্প ব্যাংক) এর সামনে পাঁকা রাস্তার উপর হতে মোঃ মিন্টু শেখ(৪৩), পিতা-মোঃ জাফর শেখ, সাং-ভাটখালী (কাজী বাড়ীর পাশে), ইউপি-পুটিখালী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সং-শেখপাড়া লোহাপট্টি সঙ্গীতা সিনেমা হলের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা’কে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ টি মামলা দায়ের করা হয়েছে।