বিশেষ প্রতিবেদক : রবিবার ১৭ অক্টোবর, রাজধানীর লেকশোর হোটেলে Strengthening reporting system of private health facilities in Bangladesh শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, অতিঃ মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা, পরিচালক এমআইএস অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, চীফ, স্বাস্থ্য তথ্য ইউনিট ডাঃ শাহ আলী আকবর আশরাফী, উপ-পরিচালক এমআইএস ডাঃ শাহ মোহাম্মদ জসীম উদ্দিন, উপ-পরিচালক হাসপাতাল ও ক্লিনিক ডাঃ শেখ আবু দাউদ আদনান সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, USAID এর প্রতিনিধিবৃন্দ, UNICEF এর প্রতিনিধিবৃন্দ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় বক্তারা বলেন, তথ্য নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালসমূহের স্বাস্থ্যসেবা প্রদানের তথ্য ডিজিটাল মাধ্যমে সংগ্রহ করা প্রয়োজন।
এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন সংশোধন ও বেসরকারি হাসপাতালসমূহে তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বক্তারা গুরুত্ব আরোপ করেন।
স্বল্পতম সময়ের মধ্যে বেসরকারি হাসপাতালসমূহের সেবা প্রদানের তথ্য ডিজিটাল মাধ্যমে সংগ্রহ করার রোডম্যাপ তৈরিতে বক্তারা দিক নির্দেশনা প্রদান করেন।
এ উদ্দেশ্য বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা সার্বক্ষণিক কারিগরি সুবিধা নিশ্চিত করবে বলে এমআইএস এর পক্ষ থেকে জানানো হয়।
উন্নয়ন সহযোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা এবং এমআইএস শাখা একযোগে কাজ করার মাধ্যমে অচিরেই এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।