অনলাইনে অপপ্রচারের অভিযোগে চট্টগ্রামে যুবক আটক

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানী পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকা-ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ‘যতন সাহা’ হত্যাকা- বলে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে রিমন শীল (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রিমন শীলের গ্রামের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায়। তার বাবার নাম বিজয় শীল বলে জানা গেছে।
র‌্যাব জানায়, গত ১৬ মে রাজধানীর পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকা-ের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর যতন সাহা হত্যাকা- বলে প্রচার করে একটি চক্র। এরপর গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। একপর্যায়ে গতকাল (শনিবার) নগরের কোতোয়ালি মোড়ে অভিযান চালিয়ে এ ঘটনার অন্যতম অভিযুক্ত রিমনকে আটক করা হয়।
চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমন ভিডিও ছড়ানোর কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন