রওজা পিওর ফুডের সিএম সনদ না থাকায় জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই’এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় গতকাল রবিবার ২৪ অক্টোবর মতিঝিল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে বিএসটিআই এর আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া, সরিষার তেল ও নারিকেল তেল পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় রওজা পিওর ফুডস লিঃ, ১/২, সাগুফতা ডি’লরেল, কমলাপুর বাজার রোড, কমলাপুর, ঢাকা-কে ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অত্র এলাকায় নিউ আনাম বেকারী এন্ড কনফেকশনারী ও আমার বেকারী-কে লাইসেন্স এর নিয়ম মেনে ব্যবসা করার জন্য নির্দেশ দেয়া হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মাকসুদা রুনা, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।