জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় ২ পেট্রল পাম্পকে জরিমানা

অপরাধ

বিশেষ প্রতিবেদক : জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার ২৬ অক্টোবর রাজধানীর খিলগাঁও এবং ডেমরা এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

অভিযুক্ত ২ টি প্রতিষ্ঠান ঢাকা জেলার খিলগাঁও থানাস্থ এইচটিএস রিফুয়েলিং (প্রা) লিঃ, প্লট-৪৮৬০, রামপুরা, বনশ্রী, ডেমরা লিংক রোড, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা-১২১৯ -কে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা এবং ডেমরা থানাস্থ মুন, সি, এন, জি এন্ড ফিলিং স্টেশন (প্রাঃ) লিঃ, মিরপাড়া, নরাইবাগ, ডেমরা, ঢাকা-১৩৬০ -কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মোঃ ইনজামামুল হক অংশগ্রহণ করেন।