নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং FAO এর যৌথ প্রয়াসে সিটি কর্পোরেশনের এর ১৫ নম্বর ওয়ার্ডে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় খাদ্য ব্যবসায়ীদের নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ, উৎপাদন,এবং ক্ষতিকর কেমিক্যাল এর ড্রামের ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয় ।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

একটা সরকারি বেসরকারি সংস্থার যেমন দায়িত্ব রয়েছে তেমনি একজন খাদ্য ব্যবসায়ীর সাথে সাথে একজন ভোক্তারও দায়িত্ব রয়েছে নিরাপদ খাদ্য নিশ্চিত করনে।

আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান থাকবে।