সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

অপরাধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে -২০২১ পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরিষাবাড়ী থানার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ উপস্থিত শিক্ষার্থীরা।
ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং ও জঙ্গিবাদ দমনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।


বিজ্ঞাপন