চাঁদা দিতে দেরি হওয়ায় রড দিয়ে মাথায় আঘাত

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : রায়সাহেব বাজারের মুরগির মাংস ব্যবসায়ী বিপ্লবের চাঁদা দিতে দেরি হওয়ায় রড দিয়ে মাথায় আঘাত করে চাঁদাবাজরা। অনুসন্ধানে জানাযায় মোঃ আক্কাস আলী ছেলে মোঃ বিপ্লব রায়সাহেবের বাজারে স্থানীয় দোকানদার। দীর্ঘদিন যাবৎ একটি চাঁদাবাজ চক্র রায় সাহেবের বাজারে প্রায়ই জোরপূর্বক চাঁদা আদায় করে। ঘটনার সময় চাঁদাবাজ মহিউদ্দিন সরকারের লোকজন গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৭টার ঘটিকার সময় তাঁর দলবল নিয়ে বিপ্লবের দোকানে সামনে যায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় মহিউদ্দিন সরকার
বলেন চাঁদা দিলে দোকান করতে পারবি না হয় দোকানে তালা ঝুলিয়ে দেবো। পুলিশ বাবাকে বলবি পুলিশকে আমি ভয় পাই না। কোতোয়ালি থানার ওসি মিজান আমার খুব কাছের লোক। আমি যেটা বলবো সেটাই করবে। কথাটা জেনে রাখিস। কোন উপায় অনন্ত না পেয়ে বিপ্লব তার বেচাকেনার টাকা ক্যাশ গুছিয়ে ৩0,000 টাকা হাতে দিলে মহিউদ্দিন সরকার ও তার দলবল এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় মাটিতে লুটিয়ে পড়ে বিপ্লব হামাগুড়ি দিয়ে মহিউদ্দিন সরকারের পা জড়িয়ে ধরে। তারপর ক্ষিপ্ত হয় মহিউদ্দিন সরকার হাতের কাছের রড দিয়ে মাথায় আঘাত করলে বিপ্লবের মাথা ফেটে যায়। রক্ত দেখে মহিউদ্দিন ও তার দলবল ছুটে পালিয়ে যায়। স্থানীয় লোকের সহায়তায় বিপ্লবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কোতয়ালী থানায় অভিযোগ করা হয়। বিপ্লব গণমাধ্যমকর্মীদের বলেন এই দুর্ধর্ষ চাঁদাবাজ ভূমিদস্যু মহিউদ্দিন সরকারকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার খুবই জরুরী না হয় আমার মত নিরীহ মানুষ আর কত রক্ত টাকা দিবে।


বিজ্ঞাপন