নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাথে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা শনিবার সকালে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম।
এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, এফবিজেও’র মহাসচিব মো. শামছুল আলম, অর্থসচিব আব্দুল বাতেন সরকার, সাংবাদিক কল্যাণ বিষয়ক সচিব মাজহারুল ইসলাম খোকন, প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শাফিউর রহমান কাজী, সাপ্তাহিক ঝুমুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাসুদ আলম, কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের সদস্য সচিব তৌহিদুল ইসলাম কনক প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন নব-নির্বাচিত কমিটির ভাল কিছু করে দেখাতে হবে যা ভবিষ্যতে সংগঠনের ইতিহাস হয়ে থাকবে। তিনি আরো বলেন স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে সাংবাদিক অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। সভার সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন আগামী দিনে এফবিজেও’র মাধ্যমে তৃণমূল ও সুবিধা বঞ্চিত সাংবাদিকদের জন্য কল্যাণকর কার্যক্রম পরিচালনা করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।