সরিষাবাড়ীতে শিক্ষা উপ-বৃত্তির চেক ও ভিক্ষুক পুনর্বাসনে অর্থ বিতরণ

সারাদেশ

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৬ জন মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তির চেক ও ভিক্ষুক মুক্ত কর্মসূচির আওতায় ৩ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য ছাগল ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে | মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শিক্ষা উপ-বৃত্তির চেক ও ভিক্ষুক মুক্ত কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসনের জন্য ছাগল ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা ভিক্ষুক পুনর্বাসনের জন্য বিনামূল্যে ছাগল ক্রয়ের জন্য নগদ ১০ হাজার করে টাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ –বৃত্তির চেক বিতরণ করেন। এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,সাধারণ সম্পাদক আবুল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহম্মেদ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন