নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কালো ব্যাজ পরে সড়কে নামছেন শিক্ষার্থীরা। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে নিহত দুই শিক্ষার্থী মুখে কালো ব্যাজ পরে সড়কে নামছেন শিক্ষার্থীরা। আজ রামপুরা ব্রিজে কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করবেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও প্রতিবাদী গানের আসর বসবে।
নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে কর্মসূচি পালন করতেছে শিক্ষার্থীরা। তারা দাবি বাস্তাবায়নের জন্য একের পর এক কর্মসূচিতেও ভিন্ন এনেছেন। এদিকে রোববার রাজধানীর শাহবাগে প্রতীকী লাশ নেয় মিছিল করেছে শিক্ষার্থীরা। আবার একই দিনে রামপুরা ব্রিজে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছে। এর আগে শনিবার সড়কের দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে।
শিক্ষার্থীরা জানান, তাদের দেওয়া ১১ দফা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। পরে রামপুরায় মাঈনুদ্দিন নামের এক শিক্ষার্থী অনাবিল পরিবহণ বাসের চাপায় নিহত হয়। তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহণ মালিক সমিতি।