নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ পালন উপলক্ষে মানুষের মানবাধিকার বাস্তবায়ন ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ আজ সকাল ১০ ঘটিকার সময় জাতীয় প্রেসক্লাব চত্ত্বর, ঢাকায়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল।
বক্তব্য রাখেন সাহিত্যিক, কবি নাহিদ রোখসানা, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানবী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বরিশাল বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তফা কামাল, সদস্য মকলিম হক, নারী নেত্রী এলিজা রহমান, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এড. ফারহানা ইয়াসমিন মনি ও দপ্তর সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
লায়ন গনি মিয়া বাবুল বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়ন হবে না তা হতে পারে না। তাই আজকের এই মানববন্ধন থেকে আমাদের দাবি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত পরিবেশের বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশ গড়তে পারলেই দেশে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে। তাই আসুন আমরা সবাই যেভাবে ৭০-৭১ সনে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং দেশ স্বাধীন করেছিলাম সেই একইভাবে আবার বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত পরিবেশের বিশ^মানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ি। তবেই স্বার্থক হবে আজকের মানবাধিকার দিবসের আলোচনা সভা।