নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে স্বাগত জানান এবং ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধুর বাড়ি।
বুধবার ১৫ ডিসেম্বর দুপুরে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখে তিনি জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপহার হিসেবে বঙ্গবন্ধুর লেখা ’অসমাপ্ত আত্মজীবনী, “কারাগারের রোজনামচা’সহ কয়েকটি বই ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দেন শেখ রেহানা।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ।