কেএমপিতে বীরমুক্তিযোদ্ধা পুলিশ ও শহিদ পরিবারকে সংবর্ধনা

অপরাধ

মামুন মোল্লা : বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা “মহান স্বাধীনতার বিজয় দিবস-২০২১” উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সংবর্ধনা প্রদান করেন।


বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য ভুমিকার জন্য সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করে স্বাধীনতা যুদ্ধে পুলিশ মুক্তিযোদ্ধাদের ভূমিকা তুলে ধরা হয়।

এ-সময়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোহাম্মদ কামরুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।