মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য ইত্তেফাকের বিশাল ভূমিকা রয়েছে __বিএমপি কমিশনার

এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ শুক্রবার ২৪ ডিসেম্বর বেলা ১১ টায় নগরীর বরিশাল ক্লাব বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
দেশের স্বনামধণ্য পাঠকপ্রিয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয় উপস্থিত ছিলেন।

সম্প্রতি লঞ্চ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও গুরুতর আহতদের দ্রুত আরোগ্য সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ইত্তেফাক মানেই বাংলাদেশের জনমানুষের কাছে সমাদৃত একটি নাম, আজ তাঁর ঊনসত্তর তম জন্মদিনে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে অবস্থান করছি।

জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। এই মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য, প্রস্তুত করার জন্য বঙ্গবন্ধু তীলে তীলে যে ভূমিকা রেখেছিলেন সেই সংস্কৃতি লেখনীর মাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ইত্তেফাকের বিশাল ভূমিকা রয়েছে।

বিএমপি কমিশনার পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলাকুশলী, সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও পত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ইত্তেফাক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আবহান জানিয়ে তার লেখনীর মাধ্যমে আরও সামনে এগিয়ে যাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

এ-সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহীন হাফিজের সভাপতিত্বে বরিশাল জেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগত শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।