নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ২৪ ডিসেম্বর বিকাল অনুমান ৪ টা১০ মিনিটের সময় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর দিক-নিদের্শনায় এসআই লিটন চন্দ্র দত্ত সঙ্গীয় এএসআই শেখ সাদী, কং- ১০৬৭ সজল সহ দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল পয়েন্টের দক্ষিনে বনফুল এর বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর অবস্থান নিয়ে পুরাতন প্রাইভেট কার, যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১১-৫৫৯১ কে সিগন্যাল দিলে, গাড়ী থেকে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী গাড়ী থামিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং আসামী মো: আজাদ মিয়া (২৫), পিতা-হুশিয়ার আলী, সাং-করনসি, ডাক-গোয়ালাবাজার, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট পিকআপ গাড়ী হতে নামিয়ে তার নাম ঠিকানাসহ গাড়ীতে কি মালামাল আছে তা জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক জবাব দিতে না পারায় সন্দেহ হলে তথায় উপস্থিত সাক্ষী’দের উপস্থিতিতে উক্ত গাড়ী তল্লাশিকালে ২১০ টি হলুদ রংয়ের কাগজের প্যাকেটে মোট ৫০০ টি করে মোট ১,০৫,০০০ টি ভারতীয় সেখ নাসিরুউদ্দিন বিড়ি, যার প্রতিটি প্যাকেটের গায়ে সেখ নাসিরুদ্দিন বিড়ি (মার্চেন্ট রেজিষ্ট্রার্ড ৪২ ষ্ট্র্যান্ড রোড, কলিকাতা, ৫০০ BIRIS সহ বাংলায়, ইংরেজীতে ও হিন্দিতে বিভিন্ন লেখা আছে), মূল্য অনুমান ১,০৫,০০০/-টাকা, ২৪ ডিসেম্বর ৪ টা ২৫ মিনিটের সময় এসআই/লিটন চন্দ্র দত্ত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৮, তারিখ-২৪ ডিসেম্বর ২০২১ ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।