নিজস্ব প্রতিনিধি ঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চে আগুনের ঘটনায় মারাত্মক ভাবে আহত হওয়া রোগীদের দেখতে মঙ্গলবার ২৮ ডিসেম্বর সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
এ সময় তিনি ভর্তি হওয়া চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং রোগীদের ফাইল দেখেন।
একজন স্বনামধন্য সার্জন হিসেবে মহাপরিচালক আহত রোগীদের চিকিৎসা বিষয়ক মূল্যবান পরামর্শ দেন এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেন। মহাপরিচালক এর আগমনে রোগীর স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় তিনি কথা দেন আগুনে পুড়ে আহত হওয়া এসব রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেয়া হবে। উপস্থিত সবাই লঞ্চ দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট বিশ্বের সর্ববৃহৎ বার্ন হাসপাতাল। আগুনে পুড়ে যাওয়া রোগীদের জন্য এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন চিকিৎসা ব্যবস্থা রয়েছে।