মাউশি”র ডিজি কর্তৃক দুর্নীতি দমন কমিশনে বক্তব্য প্রদান

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ ডিসেম্বর, দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের বক্তব্য নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় উপস্থিত ছিলেন মাউশির পরিচালক প্রফেসর শাহেদুল খবির চৌধুরী।


বিজ্ঞাপন

দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বিশেষ টিম তাদের বক্তব্য নেন।

পেন্ডিং অভিযোগের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে (মাউশি) ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের পাঠানো অভিযোগগুলোর বিষয়ে জানতে মাউশিতে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহে ফলোআপ সভার মাধ্যমে অগ্রগতি পর্যালোচনা করা হবে।