এতিমদের টাকা নিয়ে জামালপুরের সমাজসেবা অফিসের এডি”র বিরুদ্ধে তদন্ত ও রংপুর সিটি কর্পোরেশন এর রাস্তা নির্মানে দুর্নীতির অভিযোগ

অন্যান্য অপরাধ এইমাত্র

!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর ৯টি অভিযোগের বিষয়ের মধ্যে ২টি অভিযান পরিচালনা করেছে এবং ৭টি দপ্তরে পত্র প্রেরণ করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে!!


বিজ্ঞাপন

বিশেষ প্রতিবেদক ঃ জামালপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে এতিমখানার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের
উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ও কোর্ট পরিদশর্ক মোঃ জাহিদুল ইসলামের সমন্বয়ে গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর, একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য অভিযোগকারীকে সঙ্গে নিয়ে জেলা সমাজসেবা অফিস পরিদর্শন করে এবং অভিযোগে সংশ্লিষ্ট বরাদ্দপত্রে চেক রেজিস্ট্রার এবং নথিপত্র পরীক্ষা করে।

নথিপত্র অনুয়ায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এতিমখানা বরাবর বরাদ্দকৃত অর্থ ছাড় করে চেক ইস্যু মাধ্যমে এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে অভিযান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে গতকাল অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও অভিযোগকারীর বক্তব্যে রেকর্ড করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।

এনফোর্সমেন্ট টিম প্রকল্পের রাস্তার নির্মাণ কাজের মান যাচাইয়ের জন্য উক্ত রাস্তা পরিমাপ করে এবং বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে এ সকল নমুনা পরীক্ষাগারে যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর ৯টি অভিযোগের বিষয়ের মধ্যে ২টি অভিযান পরিচালনা করেছে এবং ৭টি দপ্তরে পত্র প্রেরণ করা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে!!

বিশেষ প্রতিবেদক ঃ জামালপুর জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালকের বিরুদ্ধে এতিমখানার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের
উপসহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার, ও কোর্ট পরিদশর্ক মোঃ জাহিদুল ইসলামের সমন্বয়ে গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর, একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য অভিযোগকারীকে সঙ্গে নিয়ে জেলা সমাজসেবা অফিস পরিদর্শন করে এবং অভিযোগে সংশ্লিষ্ট বরাদ্দপত্রে চেক রেজিস্ট্রার এবং নথিপত্র পরীক্ষা করে।

নথিপত্র অনুয়ায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এতিমখানা বরাবর বরাদ্দকৃত অর্থ ছাড় করে চেক ইস্যু মাধ্যমে এতিমখানা কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে অভিযান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তা নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে গতকাল অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ঠিকাদার, সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও অভিযোগকারীর বক্তব্যে রেকর্ড করে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।

এনফোর্সমেন্ট টিম প্রকল্পের রাস্তার নির্মাণ কাজের মান যাচাইয়ের জন্য উক্ত রাস্তা পরিমাপ করে এবং বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করেছে। পরবর্তীতে এ সকল নমুনা পরীক্ষাগারে যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৭টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।