বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা সহ ১ লক্ষ টাকা জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৪ জানুয়ারি, আণ্ডারগ্রাউণ্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকায় এবং তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।


বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি থানাস্থ সায়েদাবাদ এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ২টি প্রতিষ্ঠান ঢাকা জেলার যাত্রাবাড়ি থানাস্থ পৌর ফিলিং স্টেশন, ৮/৬-বি, সায়েদাবাদ, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং একই এলাকায় অবস্থিত ক্যাব এক্সপ্রেস বিডি লিঃ ফিলিং স্টেশন, ১/এ, উত্তর কুতুবখালি, যাত্রাবাড়ি, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা মোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন।