কেভিড -এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিব কর্তৃক ভিডিও কনফারেন্স

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বিশ্বব্যাপী করােনাভাইরাসজনিত রােগ (কোভিড-১৯)-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এর প্রাদুর্ভাব এবং বাংলাদেশে এর প্রভাব পর্যালােচনার লক্ষ্যে গতকাল সোমবার ৩ জানুয়ারি, সােমবার সন্ধ্যা ৬ টায় মন্ত্রিপরিষদ সচিব এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খান এম, পি, স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ মালেক, এম, পি,মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগে সংযুক্তহন মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর, মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর, মেট্রোপলিটন পুলিশ রংপুর , দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।