নিজস্ব প্রতিনিধি ঃ আগামী ২ বছরের জন্য সোসাইটি অফ সার্জনস বাংলাদেশ (SOSB) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন করেন।

তাঁর গতিশীল নেতৃত্বে সোসাইটি অফ সার্জনস বাংলাদেশের কার্যক্রম আরো বেগবান হবে। এই আশাবাদ সকলের।
মহাপরিচালক কে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে অভিনন্দন।