জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পেট্রোল পাম্প কে জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২৪ জানুয়ারি, জ্বালানি তেল পরিমাপে কারচুপি করার অপরাধে ১ টি প্রতিষ্ঠানের বিরু্দ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার ২৪ জানুয়ারি, রাজধানীর মুগদা থানাস্থ মিরপুর এলাকায় বিএসটিআই’র মোবাইল কোর্ট টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।


বিজ্ঞাপন

অভিযুক্ত ১ টি প্রতিষ্ঠান ঢাকা জেলার মুগদা থানাস্থ শান্ত সিএনজি এন্ড রিফুয়েলিং ষ্টেশন, ৪৬/২, দক্ষিণ মুগদাপাড়া, সবুজবাগ, ঢাকা-কে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৬০ মি.লি. তেল কম প্রদান করায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’’ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মাছুদুল হক অংশগ্রহণ করেন।