নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ফেনী জেলা কার্যালয় কর্তৃক কলবাজার সুপার শপ পরিদর্শন

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ফেনী কর্তৃক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মিনার বেকারি ও কল বাজার সুপার শপ পরিদর্শন করা হয়।


বিজ্ঞাপন

বেকারি পরিদর্শনকালে বিভিন্ন ত্রুটি পরিলক্ষিত হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাবার খোলা অবস্থায় সংরক্ষণ, সঠিক তাপমাত্রায় খাদ্যদ্রব্য সংরক্ষণ না করা, লেবেল বিহীন রঙের ব্যবহার, খাদ্যকর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালনে অনাগ্রহ, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণসহ বেশ কিছু নিরাপদ খাদ্য আইন-২০১৩ পরিপন্থী কার্যক্রম পরিলক্ষিত হয়েছে।

এছাড়াও কল বাজার সুপার শপে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষিত ছিল।
পরিদর্শনকালে নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনী আফিফা ছিদ্দিকা খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য সংক্রান্ত বিষয়ে সচেতন এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর শাস্তি সম্পর্কে সতর্ক করেন।

পরিদর্শনে সহায়তা প্রদান করেন ছাগলনাইয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফখরুল ইসলাম, নমুনা সংগ্রহ সহকারী মোঃ রিদন ও জেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।