বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর স্ট্যাটেজিক প্লান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যান্য সারাদেশ

 

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বুধবার ৬ এপ্রিল সকাল ১১ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয় রংপুরের সম্মেলণ কক্ষে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর স্ট্যাটেজিক প্লান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর, মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর, বাসুদেব বণিক, কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, রংপুর সহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে রংপুরে কর্মরত সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক এর সহ-সভাপতি শামীমা বেগম, বিপিএম, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার(ট্রান্সপোর্ট), ডিএমপি ঢাকা এবং রংপুর রেঞ্জ ও রংপুর মেট্রোপলিটনের নেতৃত্বদানকারী পুলিশ অফিসার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সুপার, কুড়িগ্রাম জেলা ও সমন্বয়ক, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, রংপুর রেঞ্জ, আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার লালমনিরহাট জেলা ও সহ সমন্বয়ক বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক, রংপুর রেঞ্জ, শাওন শায়লা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়নগঞ্জ জেলা ও সদস্য বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।

মতবিনিময় সভায় ২০২১-২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উল্লেখ্য যে, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ গত ৭ সেপ্টেম্বর, ২০২১ সালে বাংলাদেশ উইমেন নেটওয়ার্ক এর ২০২১-২০২৩ সালের স্ট্যাটেজিক প্লান এর শুভ উদ্বোধন করেন।

এরই ধারাবহিকতায় বাংলাদেশ পুলিশের নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধি, নারী বান্ধব কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, জেন্ডার সংবেদনশীল পুলিশিং, আত্মবিশ্বাসের সাথে কর্মসম্পাদন ও উৎকর্ষ অর্জনের লক্ষ্যে এবং স্ট্যাটেজিক প্লান এর কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ এর ইউনিটসমূহে পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করছে।