হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মোবাইল কেসিং ও সিগারেটের প্যাকেটে ৬ কেজি ৮ শত ২৭ গ্রাম স্বর্ণ আটক !

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক ঃ মোবাইল কেসিং ও সিগারেটের প্যাকেটে চোরাচালানের অপপ্রয়াস রুখে দিয়েছে দুর্দান্ত প্রিভেন্টিভ টিম। অভিনন্দন কমিশনার, কাস্টম হাউস ঢাকা। আটককৃত স্বর্ণ এর বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৮ শত ২৭ গ্রাম সোনাসহ বাহরাইন থেকে GF250 ফ্লাইটে আগত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। কমিশনারের নির্দেশনায় এই দুর্দান্ত অভিযান পরিচালনা করে ডিসি প্রিভেন্টিভ, কাস্টম হাউস ঢাকা।
সোমবার ১১ এপ্রিল, বিমানবন্দরে ফ্লাইট ল্যান্ড করে সন্ধা ৬ টা ৯ মিনিটের সময় । প্রিভেন্টিভ টিমের নিকট তার আচরণ সন্দেহজনক মনে হয়। প্রথম জিজ্ঞাসাবাদে সে সোনার বার থাকার কথা অস্বীকার করে ।
পরবর্তীতে তল্লাশী চালিয়ে তার কাছে মোবাইলের ২টি কেসিং পাওয়া যায়। সেখানে কেসিং এর ভেতরে মোবাইল আকৃতিতে সোনা বার কালো টেপ মোড়ানো ছিলো। একই সাথে সিগারেটের প্যাকেটেও ছিলো স্বর্ণবার।
মোট ৫৮ টি স্বর্নবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবার ১১৬ গ্রাম করে। এছাড়া, তার কাছে ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। মোট ৬ কেজি ৮২৭ গ্রাম সোনা ছিলো।
কাস্টমস আইন ফৌজদারি আইন ও বৈদেশিক মূদ্রা নিয়ন্ত্রণ আইন অনুসারে ব্যবস্থা গ্রহনের প্রকৃিয়া চলছে।


বিজ্ঞাপন