নিজস্ব প্রতিবেদক ঃ ৪০ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন কাজী ফাইজুল করীম।
প্রথম বিসিএসেই সফল হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী।সোমবার ১১ এপ্রিল ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার এর সাথে তার কার্যালয়ে কাজী ফায়জুল করীম সৌজন্য সাক্ষাৎ করতে এলে ডিআইজি তাকে ফুলেল শুভেচছা ও আন্তরিক অভিনন্দন জানান। ডিআইজি তার পিতামাতাকেও কৃতজ্ঞতা জানান।
এ সময় ফাইজুল করীম একজন মানবিক পুলিশ হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, কাজী ফাইজুল করীম কুমিল্লার সন্তান হিসেবে কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক ও ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং সর্ব শেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশুনা করেছেন ।
মানবিক পুলিশ হতে চাওয়া সদ্য এই অফিসারের পুলিশ বিভাগে নতুন পথচলা মসৃন হোক এই প্রত্যাশা ঢাকা রেঞ্জ ডিআইজি মোঃ হাবিবুর রহমানের।