শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর। সভায় পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয় শরীয়তপুর জেলার মার্চ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসারদের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করেন। এছাড়াও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ অফিসারদের বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার। শরীয়তপুর জেলার মার্চ মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) শরীয়তপুর, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এসআই (নিঃ) রোমান মোল্লা, পালং মডেল থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এএসআই (নিঃ) জাললাল উদ্দিন, পালং মডেল থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার মোঃ নিজাম হোসেন, পুলিশ পরিদর্শক, প্রশাসন, যানবাহন শাখা, শরীয়তপুর, শ্রেষ্ঠ সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্জ, সদর ট্রাফিক, শরীয়তপুর। বিশেষ পুরস্কার এসআই/(নিঃ) আঃ হালিম সরদার, সখিপুর থানা, শরীয়তপুর, মোঃ ইকবাল হোসেন, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, মোঃ হাসান শেখ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুর। এ সময় পুলিশ সুপার বলেন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করলে সকলেই ভালো কাজের প্রতি অগ্রসর হবে এবং ডিউটিতে সকলের মনোবল বৃদ্ধি পাবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ সদস্যদের কাজের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করতে হবে, জনগনের আস্থার পুলিশ হতে হবে সকলকে এবং মানুষের সাথে ভালো আচরণ করতে হবে বলে জানান পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর, এস. এম. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল), শরীয়তপুর, আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শরীয়তপুরসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও বিভিন্ন থানা ফাঁড়ী হতে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।