খুলনায় সাইবার-ক্রাইমের উপর এক দিন মেয়াদী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
মামুন মোল্লা ঃ তথ্যপ্রযুক্তির সহজলভ্যতায় মানুষের জীবনযাত্রা যেমন আধুনিক হয়েছে তেমনি এর অপব্যবহারের কারনে সাইবার সংক্রান্ত অপরাধ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
সাইবার সংক্রান্ত অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করে খুলনার সাইবারস্পেস নিরাপদ রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে খুলনা জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় খুলনা জেলার ৯ (নয়) থানা থেকে আগত তথ্য-প্রযুক্তিতে দক্ষ এসআই (নিঃ) দের দক্ষতা আরো বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার ২১ এপ্রিল, পুলিশ সুপারের কার্যালয়, খুলনার ট্রেনিং রুমে সাইবার-ক্রাইমের উপর ১ (এক) দিন মেয়াদী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালার উদ্বোধন করেন মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।
এসময় পুলিশ সুপার, খুলনা কর্মশালায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সাইবার অপরাধ দমনে দিক নির্দেশনা প্রদান করেন এবং সাইবার সংক্রান্ত দক্ষতার নিয়মিত অনুশীলনের উপর গুরুত্বারোপ করেন।
সাইবার-ক্রাইম সংক্রান্ত এ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বি-সার্কেল, খুলনা এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্), খুলনা।