নিজস্ব প্রতিনিধি ঃ কুমিল্লা জেলার বুড়িচং থানা থেকে ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১১ কুমিল্লা, সিপিবি -২ এর একটি মাদক বিরোধী বিশেষ একটি টিম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ২৪ এপ্রিল, বুড়িচং থানা এলাকায় আভিযান পরিচালনা করে ।
উক্ত অভিযান পরিচালনা কালে এ্যাম্বুলেন্স এর ভিতর করে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা যথাক্রমে, মোঃ রাসেল আহম্মেদ (২৬), মোঃ ফাহিম হাসান (২৩) এবং মোঃ নাজমুল হোসেন নয়ন (২৬)। উক্ত অভিযানে এ্যাম্বুলেন্স টি জব্দ করা হয়।
