খুলনা বটিয়াঘাটা থানা কম্পাউন্ডে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

  • মামুন মোল্লা ঃ সাধারণ জনগন এবং পুলিশের মাঝে দূরত্ব আরো কমিয়ে এনে অপরাধমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশে ওপেন হাউজ ডে নামে একটি বিশেষ দিন পালন করা হয়ে থাকে; ওপেন হাউজ ডে তে মূলত থানা এলাকার সর্বস্তরের সাধারণ জনগন থানায় এসে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে উন্মুক্ত মতবিনিময় করে থাকেন এবং এলাকার আইন-শঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে পুলিশের সাথে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করে থাকেন।

    এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ২৫ এপ্রিল বটিয়াঘাটা থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে পালিত হয়; যেখানে উপস্থিত ছিলেন সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খুলনা, রাশেদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল, খুলনা, অফিসার ইনচার্জ, বটিয়াঘাটা থানা, বটিয়াঘাটা থানার অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যগণ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ বটিয়াঘাটার বিভিন্ন স্তরের সাধারণ জনগণ। এসময় উপস্থিতিগণ বটিয়াঘাটার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।