যশোরের চিন্হীত মাদক ব্যবসায়ী মাজেদুর ৭৮ বোতল ফেনসিডিলসহ নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
যশোরের চিন্হীত মাদক ব্যবসায়ী মাজেদুর ৭৮ বোতল ফেনসিডিলসহ নড়াইল গোয়েন্দা পুলিশের হাতে আটক।আজ (১৫ মে) রবিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের সময় এস আই ফাহাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে যশোরের এক মাদক ব্যবসায়ী ফেনসিডিল নিয়ে ইজিবাইক যোগে গোবরা এলাকার দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয় কে অবহিত করেন এবং নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার),এর নির্দেশনায় গোয়েন্দা পুলিশের অফিসার ফাহাদ হোসেন একটি চৌকস টিম সহ নড়াইল সদর থানাধীন গোবরা কাড়ার বিল সড়কের কালভার্টের পাশে অবস্থান করে মাদক ব্যবসায়ীকে আটক করতে ওৎপেতে থাকেন।এসময় মাদক ব্যবসায়ী গোবরা কালভার্টের পাশ দিয়ে ইজিবাইক যোগে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ সদস্যগণ মাদক ব্যবসায়ী মো:মাজেদুর রহমান (৪০), পিতা-মো:নূর হোসেন মন্ডল,গ্রাম-কেষ্টপুর,থানা- বেনাপোল পোর্ট,জেলা-যশোরকে ৭৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন।গোয়েন্দা পুলিশ (ডিবি’র) এস আই ফাহাদ হোসেন এ প্রতিবেদক মো:রফিকুল ইসলাম ও নড়াইল ক্রাইম নিউজকে জানান,গোঁপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোরের মাদক ব্যবসায়ী নড়াইলএ মাদক ফেনসিডিল নিয়ে আসছে এ সংবাদ পেয়ে নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) স্যার এর দিগনির্দেশনায় মাদক ব্যবসায়ী মো:মাজেদুর রহমান কে নড়াইল সদর থানাধীন গোবরা কাড়ার বিল সড়কের কালভার্টের পাশ থেকে ৭৮ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করি বলেও জানান।আটক কৃত মাদক ব্যবসায়ী মো:মাজেদুর রহমান কে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয় এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন