নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৬ মে
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও সভানেত্রী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),কুড়িগ্রাম, সৈয়দা জান্নাত আরার সভাপতিত্বে, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),কুড়িগ্রামের আয়োজনে পুনাক শিল্প ও বাণিজ্য মেলা/২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ, সংসদ সদস্য, কুড়িগ্রাম-২।
এসময় মেলার মূলফটকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ, মেলা উদ্বোধনের সাথে সাথেই মেলার আকাশে একের পরে এক আতশবাঁজি ফোটানো হয়, এবং এর পরেই আমন্ত্রিত অতিথি বৃন্দ সহ মেলার সকল দর্শনার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লেঃ কর্নেল মোঃ আব্দুল মোস্তাকিম, এসপিপি, পিএসসি,জি, অধিনায়ক, ২২ বিজিবি, কুড়িগ্রাম, মোঃ জাফর আলী (সাবেক এমপি), প্রশাসক, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, কুড়িগ্রাম জেলা শাখা, মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, চেয়ারম্যান, সদর উপজেলা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, কুড়িগ্রাম জেলা শাখা,
মোঃ কাজীউল ইসলাম, মেয়র, কুড়িগ্রাম পৌরসভা,
ডাঃ মোঃ শহিদুল্লাহ, তত্ত্বাবধায়ক, সদর হাসপাতাল কুড়িগ্রাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সাংবাদিক, কুড়িগ্রাম জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
