নিজস্ব প্রতিনিধি ঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল রবিবার ২২ মে, দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর গ্রামস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন জনৈক ইদু চেয়ারম্যান এর বন্ধ জুট মিলের সামনে দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার ধারে ১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামাল সহ অবস্থান করছে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই গতকাল রবিবার ২২ মে, দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর গ্রামস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন জনৈক ইদু চেয়ারম্যান এর বন্ধ জুট মিলের সামনে দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার ধারে নিম গাছের নিচে ১ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই আটক করা হয়।
উক্ত অভিযানে,হেরোইন ৩৭৩ গ্রাম, মোবাইল-২ টি, সীমকার্ড-৪টি, নগদ ২০০ টাকা উদ্ধার করেন এবং আসামী মোঃ আবু সাঈদ @ হেলেন (২২), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-প্রেমতলী কাঠালবাড়ীয়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করা হয় ।
গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।