কেএমপির সোনাডাঙা মডেল থানা পুলিশের অভিযানে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত মালামাল এবং ৫০০ টাকা মূল্য মানের ২৩টি জাল নোট সহ ১ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ৩১মে, দিবাগত রাত অর্থাৎ ১ জুন রাত্র ৩টা ৪৫ মিনিটের সময় সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম কর্তৃক বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগরের বাসিন্দা জনৈক মোঃ রেজাউল করিম এর চার তলা বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশে গ্রেফতার কৃত বেক্তির ভাড়াটিয়া বাসার শোয়ার ঘরের মেঝের উপর থেকে মোঃ জসীম শেখ (৩৫), পিতা-হাবিবুর রহমান, সাং-ছিটাবাড়ি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট এ/পি সাং-৩২/২ করিমনগর কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামী মোঃ রেজাউল করিম (৩৫) এর কাছ থেকে জাল টাকা তৈরির যে সকল সরঞ্জাম উদ্ধার হয়েছে তা যথাক্রমে উল্লেখ করা হলো, ৫০০ টাকা মূল্য মানের জাল নোট ২৩টি, সর্বমোট (৫০০×২৩) ১১,৫০০ (এগার হাজার পাঁচশত) টাকা, ৮ টি কাঠের তৈরী ডাইস বা স্কীন যাহা জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত হয়, এ্যালুমিনিয়ামের স্ক্যাবার ০২ টি, স্কীন বা ডাইস আটকানোর হার্ডবোর্ড, ৯টি প্লাষ্টিকের কৌটায় PCS PRINTING INKS যার ওজন ৯ কেজি, ৮টি প্লাষ্টিকের কৌটায় BCS PRINTING INKS যার ওজন ৪ কেজি, ১৮ বান্ডিল সাদা রংয়ের টিস্যু কাগজ, প্লাষ্টিকের লাল বালতিতে গাম, যার ওজন অনুমান ১৭ কেজি, এবং কালো প্লাষ্টিকের ড্রামে স্প্রিট জাতীয় রোড্সের ক্যামিক্যাল, যার ওজন অনুমান ২ কেজি, ফুয়েল পেপার যাহার মধ্যে ১ বান্ডেল ৫০০ টাকা ও ১ বান্ডেল ১০০০ টাকার ছোট ছোট ছাপ দেয়া।

উল্লেখ্য যে, জব্দকৃত আলামতের মধ্য ২ নং হইতে ১০ নং সিরিয়ালের আলামত জাল টাকা তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবহৃত হয়।

এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-০২, তাং-১ জুন ২০২২, ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-এ রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন