নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক ফ্রেশ ফ্রুট ইম্পোর্টারস এসোসিয়েশন এবং ফল ব্যবসায়ী সমিতির সদস্যদের ফল সংরক্ষণ, বিপণন বিষয়ে প্রশিক্ষণ প্রদান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ১ জুন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর আয়োজনে ফ্রেশ ফ্রুট ইম্পোর্টারস এসোসিয়েশন এবং ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সদস্যদের বিভিন্ন-মৌসুমে ফল সংরক্ষণ ও বিপণন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বিএফএসএ-এর সচিব আব্দুন নাসের খান। অংশগ্রহণকারীদের ফল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বিভিন্ন দণ্ড বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার ইসফাক ওয়াহেদ বিন রহিম, বৈজ্ঞানিক কর্মকর্তা সুমেন মজুমদার এবং নিরাপদ খাদ্য অফিসার তাহমিনা খাতুন।
প্রশিক্ষণ শেষে ব্যবসায়ীদের কাছ থেকে বাস্তব অবস্থা এবং অভিজ্ঞতা সম্পর্কিত মতামত গ্রহণ করা হয়৷


বিজ্ঞাপন