!!একজন বিদ্যুৎ গ্রাহকের খোলা চিঠি!!

Uncategorized অন্যান্য

বসত বাড়ি পর্যন্ত বিদ্যুৎ-র খুঁটি ও তাঁর ঝুলানো হলেও বিদ্যুৎ সংযোগ হতে বিচ্ছিন্ন আমি!


বাড়ি পর্যন্ত বিদ্যুৎ -র খুঁটি ও তাঁর ঝুলানোর পরেও বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত আমি। জিএম ও ডিজিএম’কে একাধিকবার অনুরোধ করেও কোনো লাভ হলোনা,,তাহলে কি আমার অন্ধকার কাটবে না?

আমি আমার বসত বাড়িতে বিদ্যুৎ সংযোগ পেতে গত ২০-০৪-২২ইং আমার স্ত্রী পিয়া আক্তারের নামে পাইকগাছা জোনাল অফিস মাধ্যমে খুলনা ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর একটি দরখাস্ত করি। উক্ত দরখাস্তের ভিত্তিতে ইঞ্জিনিয়ার এসে তার মনগড়াভাবে নকশা তৈরি করে জেনারেল ম্যানেজার বরাবর পাঠায়। নকশা পাঠানোর পরে বিদ্যুৎ কর্তৃপক্ষের নির্দেশে ঠিকাদার এসে আমার বসত বাড়ি পর্যন্ত একটি বৈদ্যুতিক খুঁটি পুঁতে সেই খুঁটি হতে মেইন লাইন পর্যন্ত বৈদ্যুতিক তার ঝোলানোর পর পার্শ্ববর্তী বাবুল সরদারের আঙ্গিনায় থাকা একটি খুঁটিতে ট্রান্সমিটার বসাতে গেলে তারা বাধা দেন। এক পর্যায়ে সেই খুঁটিতে ট্রান্সমিটার বসানো সম্ভব হয়নি। বাধা প্রদানকারী বাবুল সরদারের দাবি উক্ত খুঁটিতে ট্রান্সমিটার না বসিয়ে তার বাড়ির দক্ষিণ পার্শ্বে অর্থাৎ আঙ্গিনায় থাকা খুঁটি হতে দক্ষিনে পার্শ্ববর্তী খুঁটি থেকে বৈদ্যুতিক সংযোগ গ্রহণ করা হোক। এমতাবস্থায় ঠিকাদার কাজ বন্ধ করে চলে যান। এসময় পাইকগাছা জোনাল অফিসের কম সাহেব ঘটনাস্থলে এসে পরিদর্শন করে বিকল্প পদ্ধতিতে বৈদ্যুতিক সংযোগ দিবে বলে আশ্বাস দিয়ে চলে যায়। কিন্তু সেই আশ্বাসের কোন তোয়াক্কা না করেই বন্ধ হয়ে থাকে সকল কার্যক্রম। অবশেষে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এফএমএ রাজ্জাক, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ কয়েকজন সাংবাদিক পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম এর নিকট বিষয়টি তুলে ধরেন। তখন ডিজিএম পুনরায় আবেদন করতে বলেন। তার কথা অনুযায়ী পুনরায় আবারো আবেদন করা হল ডেপুটি ম্যানেজার খুলনা বরাবর। আবেদনের পর ডিজিএম ও জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, পার্শ্ববর্তী বাধাদানকারী ব্যক্তির নামে থানায় অভিযোগ করতে। তখন আমি তাদেরকে বলি যেখানে আমার বসবাস আর তারাই আমার প্রতিবেশী তাদের নামে আমি কেন থানায় অভিযোগ করবো, আপনারা অনুগ্রহ করে পার্শ্ববর্তী খুঁটি থেকে বৈদ্যুতিক সংযোগের ব্যবস্থা করে দেন বলে অনুরোধ করি। অনুরোধের পর তারা একটি কথাই বলেন পার্শ্ববর্তী বাধাদানকারী যদি বৈদ্যুতিক সংযোগ তার ওই খুটি থেকে না দেয় তাহলে আমি নাকি বিদ্যুৎ সংযোগ হইতে বঞ্চিত থাকবো? অথচ সোনার বাংলা গড়ার কারিগর, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এছাড়াও কয়রা পাইকগাছার মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু এমপির অক্লান্ত প্রচেষ্টায় কয়রা পাইকগাছা বাসীকে শতভাগ বিদ্যুতের আওতায় ঘোষণা করা হয়েছে। তাহলে কেন আমি বিদ্যুৎ হইতে বঞ্চিত থাকবো? জানতে চাই কর্তৃপক্ষের কাছে


বিজ্ঞাপন