নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৬ জুন, সকাল ১১ টার সময় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,বিএমপি উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা বিএমপি রবিউল ইসলাম শামীম।
সভার সভাপতি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ ওয়ারেস হাসান সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট জোন বিএমপি মোঃ সাদ্দাম হোসেন। অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি এইচ.এম আব্দুর রহমান মুকুল পিপিএম সেবা সহ অন্যান্য অফিসারবৃন্দ।
