কুটনৈতিক প্রতিবেদক ঃ মঙ্গলবার ৭ জুন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি হাঙ্গেরিকাম স্টিপেনডিয়াম প্রোগ্রামের অধীনে হাঙ্গেরির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন।
গত সোমবার ৬ জুন, ২০২২-এ, হাঙ্গেরির বুদাপেস্টের ম্যাথিয়াস করভিনাস কলেজিয়ামে, পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশী শিক্ষার্থীদের মানবজাতির বৃহত্তর কল্যাণের জন্য অনুসন্ধিৎসু, উদ্ভাবনী এবং উত্সাহী হওয়ার পরামর্শ দেন। হাঙ্গেরিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতও শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী আধুনিক ও প্রযুক্তিগত জ্ঞানে উদ্বুদ্ধ একটি জ্ঞানভিত্তিক উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অঙ্গীকার তুলে ধরেন।
তিনি খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বার্ষিক ১৪০টি পূর্ণ বৃত্তি প্রদানের জন্য হাঙ্গেরি সরকারের প্রশংসা করেন।