রাজধানীর উত্তরায় ১৯৮ বোতল ফেনসিডিল সহ ৩ জন কে গ্রেফতার করেছে র‌্যাব-১

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ১৪ জুন র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আশুলিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর ০৩ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার ১৪ জুন আনুমানিক ১১ টা ৪০ মিনিটের সময় ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন আশুলিয়া টু আব্দুল্লাহপুর মহাসড়কের উত্তর পাশে তাসিন সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ ফারুক আলী (২৮), পিতা- মৃত আলম, জেলা- ঠাকুরগাঁও, মোঃ মালেক (৪৭), পিতা- মৃত মজবুল হক, জেলা- ঠাকুরগাঁও ও মোঃ রেজাউল করিম (২৬), পিতা- নাজির হোসেন, জেলা- ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৯৮ বোতল ফেনসিডিল, ৩ টি মোবাইল ফোন এবং নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যায় যে, তার দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *