বিশ্ব নবীকে কটূক্তি করার প্রতিবাদে,নড়াইলে বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশ সদস্যদের উপর হামলা

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে বিক্ষোভকারীদের হামলার শিকার ৩ পুলিশ সদস্য,আটক ১। মহানবী (সা.)-কে নিয়ে ভারতে ক্ষমতাসীন দলের বিজেপির দুই শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় নড়াইলের নড়াগাতিতে শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এবং হামলায় এসআইসহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত (১৩জুন) সোমবার বিকালে নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন বাজার এলাকায় বিজেপির দুই শীর্ষ নেতার কটূক্তির প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় নড়াইলের নড়াগাতিতে শান্তিপ্রিয় ভাবে বিক্ষোভ সমাবেশ চলাকালে এ অপ্রিতিকর হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে এবং পরের দিন মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে নড়াগাতী থানায় মামলা রুজু করেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহাজন বাজার থেকে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় মাদ্রাসারাগুলোর শিক্ষার্থী,শিক্ষক,আলেম-উলামা ও সাধারণ জনতা। বিক্ষোভে উপস্থিত আমজনতা হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই শীর্ষ নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে ও কুলাঙ্গার নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাসির দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ মিছিলটি মহাজন বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হরিসভা মন্দির সংলগ্ন সড়ক দিয়ে দক্ষিণ দিকে বিক্ষোভ করতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের হরিসভা মন্দিরের পাশে বিক্ষোভ করতে নিষেধ করে এবং বাঁধা দেয়। এসময় কিছু উশৃংখল যুবক পুলিশকে অকার্থ ভাষায় কালিগালাজ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে,যে গালিগালাজ ও সংঘর্ষের একটি ভিডিও ফুটেজ সোশালমিডিয়া ও নড়াইল ক্রাইম নিউজ পেইজে ভাইরাল হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের লাঠি দিয়ে আঘাত করে এসআই খাইরুল ইসলামের ডান হাতের বাহুতে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে লাঠি দিয়ে পেটাতে থাকে এবং এএসআই অলিয়ার রহমানের মাথায় গুরুতর আঘাত লাগে ও পুলিশের সদস্য মো.সোহেল লাঠির আঘাতে রক্তাক্ত হন।আহতদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপরই ঘটনা সস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশ ঘটনাস্থল ও এর আশপাশ এলাকায় সাঁরাশি অভিযান চালিয়ে কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের চান্দেরচর গ্রামের আবুল বাসারের ছেলে তৌহিদুল ইসলাম নামের এক যুবক (২৬) কে আটক করে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এ হামলার ঘটনায় গত মঙ্গলবার পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০০ জনের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা বলেন,এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং একজন কে পুলিশ আটক করেছে,অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে,বলেও জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *