!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে গতকাল বৃহস্পতিবার ৬ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ২ টি অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে!!
নিজস্ব প্রতিবেদক ঃ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিতরণ বিভাগ, চট্টগ্রাম-এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে গ্রাহকের নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানে ঘুষ দাবি ও সংযোগ প্রদানের অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো: এনামুল হক এর নেতৃত্বে এবং উপ-সহকারী পরিচালক মো: সবুজ হোসেন, মুহাম্মদ হামেদ রেজা ও মোসা: মেহেবুবা খাতুন এর সমন্বয়ে গঠিত একটি এনফোর্সমেন্ট টিম গতকাল বৃহস্পতিবার ১৬ জুন, উল্লেখিত বিদ্যুৎ অফিসে অভিযান পরিচালনা করেছে।
অভিযানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় ঘুষ দাবির বিষয়ে কোন প্রমাণ পাওয়া না গেলেও বিদ্যুতের জন্য আবেদকারীর আবেদনের তারিখ হতে বিদ্যুৎ সংযোগের তারিখ পর্যন্ত সময়ক্ষেপন ও সিরিয়াল অতিক্রম করে বিদ্যুতের সংযোগ প্রদান করেছেন মর্মে প্রাথমিকভাবে পরিলক্ষিত হয়েছে। উক্ত অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সতর্ক করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। উক্ত নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।