স্বাস্হ্য অধিদপ্তর মহাপরিচালক কর্তৃক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক। প্রধানমন্ত্রীর নির্দেশে বিভাগীয় শহর মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে আরও ১০০০ শয্যার ব্যবস্থা করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে কাজ শুরু করেছে ।
গতকাল বৃহস্পতিবার ১৬ জুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন যান স্বাস্হ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় হাসপাতাল পরিদর্শন কালে তিনি দেখেন,১৫০০ বেডের বিপরীতেভর্তি ছিলো ২৭০০ জন রোগী। যেখানে হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র ১৫০০ টি। মহাপরিচালকের ভাষ্যমতে “শয্যার অতিরিক্ত রোগী,সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থাপনার অন্তরায়”। অর্থ্যাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভালো হওয়ার কারনেই বেড সংখ্যার অধিক রোগী ভর্তি করতে হচ্ছে।

এবং ইতোমধ্যে, প্রধানমন্ত্রী সকল বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে অতিরিক্ত ১০০০ শয্যা বরাদ্দ দেয়ার ঘোষণা দিয়েছেন।
সুতরাং ঘোষনা অনুযায়ী শীঘ্রই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও শয্যা সংখ্যা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে করে সামনে আগত আরও রোগীদের বেডের ব্যবস্থা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *