সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ২১ জুন, দেশের উত্তর পূর্বাঞ্চলে বিদ্যমান ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে গতকাল মঙ্গলবার ২১ জুন, বিমান বাহিনীর ০২টি Mi-17 হেলিকপ্টার, ০২টি Bell-212 হেলিকপ্টার ও ০২টি L-410 পরিবহন বিমানের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের দুর্গম অঞ্চলে প্রায় ৮০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটগুলো বিশেষ উপায়ে পানিরোধক আবরণে মোড়কজাত এবং নিয়ন্ত্রিতভাবে প্যারাস্যুটের মাধ্যমে হেলিকপ্টার ও পরিবহন বিমান থেকে ফেলা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের শুকনো খাবার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন দিয়াশলাই, মোমবাতি ইত্যাদি অন্তর্ভুক্ত ছিলো। দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়েও বিমান বাহিনীর এরুপ সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, একই দিন সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর ১ টি Mi-17 হেলিকপ্টার এর মাধ্যমে উত্তর পুর্বাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *