সুমন হোসেন (যশোর) ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাতক্ষীরা ব্যাটালিয়নের অভিযানে ৭০,৪৩,৪০০ (সত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চারশত) টাকা মূল্যের ৮১৯ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ একজন স্বর্ণ পাচারকারী আটক হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গতকাল শুক্রবার ২৪ জুন, সকালে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদের নেতৃত্বে একটি টহলদল অধীনস্থ কাকডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি মজুমদার খাল মূখ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে বিজিবি টহলদল বাংলাদেশ হতে ভারতে পাচারকালে ৭০,৪৩,৪০০ (সত্তর লক্ষ তেতাল্লিশ হাজার চারশত) টাকা মূল্যের ৮১৯ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বারসহ মোঃ কামরুজ্জামান (৪০), পিতা-মোঃ আবুল হোসেন, গ্রাম-কেড়াগাছি, পোস্ট-কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে। বর্ণিত চোরাকারবারী কৌশলে বাই সাইকেলের সিটের নিচের পাইপের মধ্যে গোপনে স্বর্ণ বহন করছিল।
আটককৃত স্বর্ণ পাচারকারীকে কলারোয়া থানায় সোপর্দ এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।